ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : আবারো অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে আর এই ঘটনা কক্সবাজারের উখিয়ায় বালুখালীর রোহিঙ্গা শিবিরে। এতে প্রায় দশটির মত ঝুপড়ি ঘর পুড়ে ছাই গেছে। তবে হতাহতের খবর পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সোমবার (১২ এপ্রিল) দুপুরে আকস্মিক আগুন লাগার পর সেখানে বসবাসরত রোহিঙ্গা, স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের লোকজন প্রায় আধাঘন্টা প্রচেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় এবং এর আগেই আগুনে অন্তত ১০ টি ঘর পুড়ে ছাই হয়ে যায়।