শনিবার, ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, রাত ১০:৫০

ভাইয়ের হাতে ভাই খুন হয়েছে বিরোধের জেরে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ছোট ভাইয়ের ছুরির আঘাতে বড় ভাই রবিউল আলমের (৪২) মৃত্যু হয়েছে আর এই ঘটনা পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় জমি সংক্রান্ত বিরোধে। তবে এ ঘটনার পর থেকে ছোট ভাই ঘাতক ফিরোজ আলম পলাতক রয়েছে।
মঙ্গলবার (৬ এপ্রিল) দিবাগত রাতে তেঁতুলিয়া উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের হারাদিঘি লালগছ গ্রাম তার নিজ বাড়িতে এই ঘটনাটি ঘটে। নিহত রবিউল লালগছ গ্রামের শারাফত আলীর ছেলে। সে পেশায় একজন মটর পরিবহন শ্রমিক।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে কোন এক কারণে বেকার ছোট ভাই ফিরোজ আলম কে শাসন করেন রবিউল। এসময় জমি সংক্রান্ত বিরোধ টেনে ফিরোজ দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতারি আঘাত করে রবিউল আলমের উপর। রবিউলের চিৎকারে বাড়ির আশপাশের লোকজনসহ পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ডা. কাউছার আহাম্মেদ তাকে মৃত ঘোষণা করেন।
চিকিৎসক জানান, ছুরির আঘাতে মাথা, ঘাড় ও হাতে গভীর ক্ষত হয়ে প্রচুর রক্তক্ষরণে মৃত্যু হয়।
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সায়েম মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক ফিরোজ আলম বর্তমানে পলাতক রয়েছে। তাকে আটকের চেষ্টা চালছে।