ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : একটি বস্তিতে অগ্নিকাণ্ডে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে আর এই ঘটনা চট্টগ্রামের ইপিজেড এলাকার।
সোমবার (১৫ ফেব্রুয়ারি) রাত ৩টায় আগুন লাগে। ভয়াবহ সেই আগুন নেভাতে কাজ করে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট। কয়েকঘণ্টার চেষ্টায় মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে তা নিয়ন্ত্রণে আসে।
আগুন লাগার পর বয়স্ক এবং অসুস্থ থাকায় বৃদ্ধ নওশের ঘর থেকে বের হতে না পারায় পুড়ে অঙ্গার হন। চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক জনাব, নিউটন দাশ এই তথ্য নিশ্চিত করেছেন।
তবে আগুন কীভাবে লেগেছে সে বিষয়ে প্রাথমিকভাবে কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস। তদন্ত করে দেখা হবে।
বস্তিবাসীর পক্ষ থেকে অবশ্য বলা হচ্ছে, শর্টসার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত। আগুনে ওই বস্তির প্রায় ৫০টি ঘর পুড়ে গেছে। বর্তমানে খোলা আকাশের নিচে মানবেতর জীবন-যাপন করছে রেলওয়ে বস্তিবাসী।