মঙ্গলবার, ৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, রাত ৯:৪২

ধর্মসচিব জনাব, নূরুল ইসলাম করোনার টিকা নিলেন।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ধর্ম সচিব ড. জনাব, মোঃ নূরুল ইসলাম করোনাভাইরাস প্রতিরোধক টিকা নিয়েছেন। ১১ ফেব্রুয়ারি বাংলাদেশ সচিবালয় ক্লিনিকে তিনি এই টিকা গ্রহণ করেন।
সপরিবারে করোনা আক্রান্ত হয়েছিলেন ধর্ম সচিব জনাব, নূরুল ইসলাম। গত বছরের ২২ আগস্ট সচিব ও তার স্ত্রীকে ঢাকার কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে ৫ সেপ্টেম্বর দ্বিতীয় দফায় নমুনা পরীক্ষার ফল নেগেটিভ আসে তাদের।
সাফল্যের সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের দায়িত্ব পালন শেষে ২০১৯ সালের ৩০ ডিসেম্বর ধর্ম সচিবের দায়িত্ব পান জনাব, নূরুল ইসলাম। নবম বিসিএস ব্যাচের প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তা ১৯৯১ সালে সরকারি চাকরিতে যোগ দেন। ধর্ম সচিবের পাশাপাশি তিনি রংপুর বিভাগ সমিতি, ঢাকা’র সভাপতির দায়িত্ব পালন করছেন।