মঙ্গলবার, ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, রাত ১১:৪১

গৃহবধূর অর্ধগলিত ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : রোজী হাসান (৪৫) নামে এক গৃহবধূর অর্ধগলিত ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ আর এই ঘটনা নওগাঁর পত্নীতলা উপজেলায়। শুক্রবার দুপুর ২টার দিকে উপজেলার নজিপুর পৌরসভার পুঁইয়ার একটি বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
ওই গৃহবধূ গত ১০ দিন আগে মারা গেছেন বলে পুলিশের ধারণা। নিহত গৃহবধূ পুঁইয়া গ্রামের মেহেদী হাসানের স্ত্রী। তার বাবার নাম খবির উদ্দিন।
পুলিশ ও স্থানীয়রা জানান, গত দেড় যুগ ধরে মেহেদী হাসান ও রোজী হাসান দম্পতি নজিপুর পৌর শহরের পুঁইয়া এলাকায় তিনতলা বাড়ির তিনতলার একটি ফ্ল্যাটে বসবাস করছিলেন। গত দশ দিন ধরে ওই ফ্ল্যাটের দরজা বন্ধ ছিল। আজ ওই ফ্ল্যাট থেকে দুর্গন্ধ বের হলে বাড়ির ভাড়াটিয়ারা পুলিশকে খবর দেন।
পরে পুলিশ সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত লাশ উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠায়। এই ঘটনার পর থেকে ওই গৃহবধূর স্বামী মেহেদী হাসান পলাতক রয়েছে।
এ বিষয়ে পত্নীতলা থানার ওসি (তদন্ত) হাবিবুর রহমান জানান, এই বিষয়ে পত্নীতলা থানায় একটি মামলা হয়েছে।