রবিবার, ৯ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, সকাল ৮:২১

বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাস্ট বরিশাল-এর উদ্যোগে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাস্ট বরিশাল-এর উদ্যোগে গতকাল জুমআ বাদ সংগঠনের সি&বি রোডস্থ নিজস্ব কার্যালয় থেকে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়। মহানগর শাখার সাধারণ সম্পাদক মাহফুজ পারভেজ এর পরিকল্পনায় আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শাখার সভাপতি হাজী শামীম হোসেন, সহ-সভাপতি আমানুল্লাহ রেজা, মহানগর শাখার সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ লাকিতুল ইসলাম, মহিউদ্দিন মিঠু, জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ রায়হান হুসাইন, মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন, যুগ্ন সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম (বাবু), তানভীর হোসাইন, জেলা ছাত্র ইউনিটের সভাপতি রবিউল ইসলাম শান্ত।
উল্লেখ্য যে, এখন থেকে প্রতিমাসের প্রথম শুক্রবার বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাষ্ট – বরিশাল এর উদ্যোগে অসহায় ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করা হবে।