শনিবার, ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, রাত ১০:৫২

অটোরিকশার ৩ জন যাত্রীর প্রাণহানি হয়েছে ট্রাকচাপায়।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রীর প্রাণহানি হয়েছে আর এই ঘটনা চট্টগ্রামে শুক্রবার ৫ ফেব্রুয়ারি। এতে আহত হয়েছেন আরও চারজন।
সকালে চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এই দুর্ঘটনাটি ঘটে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা এএসআই আমির হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। আহত চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানাতে পারেননি পুলিশের এ কর্মকর্তা।