শুক্রবার, ১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, রাত ৩:২৫

তেলের লরির ধাক্কায় এক স্কুলছাত্র নিহত।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : তেলের লরির ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক স্কুলছাত্র নিহত হয়েছে আর এই ঘটনা রাজধানীর খিলগাঁও এলাকায়। তার নাম নাফিউল ইসলাম নাফিজ (১৪)। বৃহস্পতিবার রাতে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। পুলিশ ও হাসপাতাল সূত্রে এই তথ্য জানা যায়।
পারিবারিক সূত্র জানায়, নিহত নাফিজ বনশ্রী মডেল হাইস্কুলের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র। গ্রামের বাড়ি বরিশালের গৌরনদী উপজেলায়। তার বাবার নাম এস এম কবীর উদ্দিন। বর্তমানে ৮২ দক্ষিণ বনশ্রী এলাকায় বড় ভাইয়ের সঙ্গে থাকত সে।
নাফিজের ভাই শুভ জানান, মোটরসাইকেলের তেল নিতে নাফিজকে নিয়ে সাজ্জাদ খিলগাঁওয়ের ত্রিমোহনী ব্রিজ সংলগ্ন তেলের পাম্পে যান। সেখান থেকে ফেরার পথে পাম্পের সামনে একটি তেলের লরি ঘোরানোর সময় তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে দুজনই ছিটকে পড়ে যান। সাজ্জাদ কিছুটা আঘাত পেলেও নাফিজ গুরুতর আহত হয়। পরে নাফিজকে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিত্সার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিত্সক রাত সাড়ে ৯টার দিকে মৃত ঘোষণা করেন।