ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পাওনা টাকা চাইতে গিয়ে প্রতিপক্ষের মারধরে এক ব্যক্তি নিহত হয়েছেন আর এই ঘটনা সাভারের আশুলিয়া উপজেলায়। নিহতের নাম বিশ্বজিৎ (৫০)।
সোমবার বিকালে আশুলিয়ার বাড়ইপাড়া এলাকার রিপনের চায়ের দোকানের পাশে এই ঘটনা ঘটে। এর পর রাতে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজি বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন থেকে তার মৃত্যু হয়।
নিহত বিশ্বজিৎ ঝালকাঠি জেলার বাসিন্দা প্রসেনজিতের ছেলে। তিনি আশুলিয়ার বাড়ইপাড়া এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাড়িতে থাকতেন।
নিহতের মেয়ে দীপা বলেন, করোনা মহামারীতে কোনো কাজ ছিল না বাবার। পরে তিনি রিপনের দোকানে চা তৈরির কাজ করেছেন কয়েক মাস। তবে গত দুই মাস আগে তিনি সেই কাজ ছেড়ে দেন।
তবে রিপনের কাছে বাবা কাজের টাকা পেতেন। সেই টাকা কয়েকবার চাইতে গিয়েও তিনি পাননি। সোমবার টাকা চাইতে গেলে রিপনের সঙ্গে হাতাহাতি হয়। এতে বাবার মৃত্যু হয়। আমি বাবাকে মেরে ফেলার বিচার চাই।
এই বিষয়ে আশুলিয়া থানার এসআই মো. জসিমউদ্দিন বলেন, বিশ্বজিৎ ও রিপনের মারামারি ও হাতাহাতি হয়। বুকে অনবরত কিল-ঘুষি দেওয়াতে বিশ্বজিৎ জ্ঞান হারিয়ে ফেলেন। পরে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। এই বিষয়ে একটি মামলার প্রস্তুতি চলেছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।