শনিবার, ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, রাত ১১:১১

২ জনকে আটক করা হয়েছে ২৫ কেজি গাঁজাসহ।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ২৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব আর এই ঘটনা গাজীপুরের টঙ্গীতে। রবিবার দুপুরে টঙ্গীর স্টেশন রোড এলাকায় একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে গাঁজাসহ তাদের আটক করা হয়।
আটকরা হলেন- কুমিল্লা জেলার কোতোয়ালি থানার চাঁনপুর বউ বাজার এলাকার আলী হোসেনের ছেলে আশিক (২৪) ও একই এলাকার জলিল ভূইয়ার ছেলে জাবেদ আলী (২২)।
র‌্যাব-২ এর কোম্পানি অধিনায়ক মেজর জনাব, শেখ মো. নাজমুল আরেফিন জানান, গোপন সংবাদে টঙ্গীতে অভিযান পরিচালনাকালে গাড়িটির গতিবিধি সন্দেহ হয়। পরে গাড়িতে তল্লাশি চালিয়ে ২৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়। তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থানে মাদকের চালান সরবরাহ করে আসছিল।