বুধবার, ৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, বিকাল ৩:১৭

পুলিশ কৃষকের বেশে আসামি ধরল।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : দুই বছরের সাজাপ্রাপ্ত এবাদুল্লাহ নামের এক আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। কৃষকের বেশ ধারণ করে রোববার দুপুরে নাটোরের সিংড়া উপজেলার রাখসার বিল থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার এবাদুল্লাহ মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি। সে সিংড়া উপজেলার হাতিয়ান্দহ ইউনিয়নের হাজিপুর গ্রামের মৃত ইন্তাজ আলীর ছেলে।
সিংড়া থানার ওসি নুর-এ-আলম সিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে সিংড়া থানার এসআই আমিরুল ইসলাম, এএসআই আবুল হাশেম ও এএসআই সেলিম গামছা ও লুঙ্গি পরে কৃষকের বেশ ধারণ করে কাদা-পানি মাড়িয়ে আসামি এবাদুল্লাহকে আটক করেছেন। বিকালে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।