রবিবার, ৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, রাত ৩:৫৯

ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ জনের মৃত্যু এবং দগ্ধ ১৫ জন।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে আর এই ঘটনা গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় একটি কলোনিতে। এই সময় নারীসহ কমপক্ষে চারজনের মৃত্যু হয়েছে। আগুনে দগ্ধ ও আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন। এ ঘটনায় ৪৬টি ঘর পুড়ে ছাই হয়েছে বলে জানা গেছে।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা কবিরুল আলম গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করে বলেন, সোমবার ভোর ৫টার দিকে কালামপুর পূর্বপাড়া নব্বই কলোনিতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
তিনি জানান, ভোর ৫টার দিকে কালামপুর পূর্বপাড়া নব্বই কলোনিতে আগুন লাগে। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
নিহতদের মধ্যে দুজনের নাম জানা গেছে, তারা হলেন- মুন্নি ও মিলন।
তাৎক্ষণিকভাবে ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, গ্যাস সিলিন্ডার থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে।