ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পরকীয়া প্রেমের জেরে মেয়েকে হত্যার অভিযোগ উঠেছে মায়ের বিরুদ্ধে আর এই ঘটনা ফরিদপুরে। সোমবার (২৮ ডিসেম্বর) উপজেলার চরমহিষাপুরে গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত কিশোরীর নাম কেয়া আক্তার (১৫)। সে মধুখালী মহিলা মাদ্রাসায় ৫ম শ্রেণিতে লেখাপড়া করেছে।
এলাকাবাসী জানায়, মাকে পরকীয়ায় বাধা দেওয়ায় মেয়েকে হত্যা করা হয়েছে। নিহত মেয়েটির ছোট বোন প্রিয়া (১০) বলে, ‘আমার মা মাদারীপুর জেলার শিবচরের রিপনের সঙ্গে মোবাইলে কথা বলতো, এ নিয়ে বোনের সাথে ঝগড়া হয়। রিপন আমাদের বাড়িতে কয়েকবার বেড়াতেও আসছে, আমার মা তাকে মামা শ্বশুর বলে পরিচয় দেন।
পুলিশ জানায়, সোমবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করে ময়নাতদন্তের জন্য মরদেহ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। মায়ের সাথে কয়েকদিন যাবত পাশের বাড়িতে টিভি দেখা নিয়ে তার মেয়ের ঝগড়া চলছিল, তারই জের ধরে আত্মহত্যা করতে পারে বলে ধারণা করছে পুলিশ।
এই বিষয়ে মধুখালী থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম বলেন, আমরা ঘটনাস্থলে গিয়ে তদন্ত করেছি, এই বিষয়ে মামলা করা হয়েছে। ময়নাতদন্তের পর আরও নিশ্চিত হওয়া যাবে আত্মহত্যা নাকি হত্যা।