ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পুলিশের উপপরিদর্শক (এসআই) পরিচয়ে প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগে রানা (২৫) নামে এক যুবককে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ আর এই ঘটনা মানিকগঞ্জের ঘিওরে। অভিযুক্ত যুবক পাবনার বেড়া উপজেলার কৈতলা গ্রামের উজ্জল সেখের ছেলে।
বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় এসআই পরিচয় দিয়ে ঘিওর বাজারের একটি মিষ্টির দোকান থেকে ১৫০০ টাকা চাঁদা আদায় করেন রানা। এই সময় ঘটনাস্থলে সাদা পোশাকে থাকা পুলিশ সদস্যরা তার পরিচয় জানতে চান। তখন তিনি নিজেকে ঘিওর থানার এসআই বলে দাবি করেন এবং জানান তিনি তিন মাস ধরে থানায় যোগদান করেছেন।
অভিযুক্ত রানাকে ঘিওর বাজার থেকে আটকের পর থানায় নিয়ে যায় পুলিশ। এই খবর জানার পর আরও কয়েকজন ভুক্তভোগী রানার চাঁদাবাজি ও প্রতারণার বিষয়টি পুলিশকে জানান।
এই বিষয়ে ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, মো. রিয়াজ উদ্দিন আহম্মেদ (বিপ্লব) বলেন, রানা নিজেকে ঘিওর থানার এসআই পরিচয় দিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় চাঁদাবাজি ও মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল। বিষয়টি জানার পর তাকে ধরতে পুলিশের কয়েকজন সদস্য সাদা পোশাকে মাঠে নামানো হয়।
তিনি আরো জানান, এই ঘটনায় ঘিওর থানার এসআই আব্দুস সালাম বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন এবং তাকে আদালতে প্রেরণ করে রিমান্ডের আবেদ করা হবে।