ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : এখন পর্যন্ত সারাবিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে সাত কোটি ৬০ লাখ ছয় হাজার ছয়শ ৯৭ জন এবং মারা গেছে ১৬ লাখ ৮১ হাজার ৭৫ জন।
তার মধ্যে কেবল ভারতেই করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে এক কোটি চার হাজার আটশ ২৫ জন। আক্রান্তদের মধ্যে এক লাখ ৪৫ হাজার একশ ৭১ জনের প্রাণহানি ঘটেছে।
এদিকে সারাবিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় যুক্তরাষ্ট্র সবার উপরে রয়েছে। সে দেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা এক কোটি ৭৮ লাখ ৮৮ হাজার তিনশ ৫৩ জন এবং মারা গেছে তিন লাখ ২০ হাজার আটশ ৪৫ জন।
ওই তালিকায় দুই নম্বরে রয়েছে ভারত। সে দেশে এখন পর্যন্ত করোনায় মৃত্যুর হার এক শতাংশ এবং সেরে ওঠার হার ৯৯ শতাংশ।
ভারতে বর্তমানে করোনায় আক্রান্ত অবস্থায় রয়েছে তিন লাখ নয় হাজার সাতশ ৩১ জন। আক্রান্তদের মধ্যে আট হাজার নয়শ ৪৪ জনের অবস্থা গুরুতর হলেও বাকিদের অবস্থা স্থিতিশীল।
সূত্র: ওয়ার্ল্ডয়োমিটার