শনিবার, ৯ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, দুপুর ১:১১

মেয়েদের ছবি তুলতে বাধা দেয়ায় ১০ জনকে কোপাল সন্ত্রাসীরা।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মেয়েদের ছবি তুলতে বাধা দেয়ার ১০ জনকে কুপিয়ে জখম করেছে একদল সন্ত্রাসী আর এই ঘটনা নোয়াখালীর সোনাইমুড়ীতে বিয়ের অনুষ্ঠানে। গুরুতর আহত অবস্থায় চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে ওই উপজেলার হীরাপুর গ্রামের মোস্তফা চেয়ারম্যানের বাড়িতে এই ঘটনা ঘটে। এ ঘটনায় শুক্রবার দুপুরে মামলা হয়েছে।
জানা গেছে, মোস্তফা চেয়ারম্যানের বাড়িতে বিয়ে চলছিল। ওই সময় মেয়েদের ছবি তুলতে চায় একই বাড়ির মোশারফ নামে এক বখাটে। এতে বাধা দেয় আবুল কালামের ছেলে মিলনসহ অন্যরা। রাতে বরপক্ষ চলে যাওয়ার পর মোশারফের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মোশারফ ১০-১২ জন সন্ত্রাসী নিয়ে এসে মাহফুজুর রহমান, নূর নাহার, আবুল কালাম, কুলসুম আক্তারসহ অন্তত ১০ জনকে কুপিয়ে জখম করে। আহত মাহফুজুর রহমানকে নোয়াখালী জেনারেল হাসপাতালে, নূর নাহারকে ঢাকায়, আবুল কালাম ও কুলসুম আক্তারকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়।
সোনাইমুড়ী থানার ওসি গিয়াস উদ্দিন জানান, বিয়ের অনুষ্ঠানে ১০ জনকে কোপানোর ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা হয়েছে। পুলিশ আসামিদের গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে।