রবিবার, ১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, রাত ১২:১৭

মাদকদ্রব্যসহ গ্রেফতার হয়েছে ৫৫ জন।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ ৫৫ জনকে রাজধানীতে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গ্রেফতারকৃত প্রত্যেকে মাদক বিক্রি ও সেবনের দায়ে অভিযুক্ত।
গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতারসহ মাদকদ্রব্য উদ্ধার করে ডিএমপির বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ।
অভিযানে ৩১ হাজার ৫২১ পিস ইয়াবা, ৯০ গ্রাম ১০০ পুরিয়া হেরোইন, দুই কেজি ৬৩৬ গ্রাম গাঁজা, ৭.২ লিটার দেশি মদ, ৮৮ বোতল ফেনসিডিল ও ২০ ক্যান বিয়ার উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৫টি মামলা রুজু হয়েছে।