ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : শফিকুল আলম হত্যা মামলার এজাহারভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ আর এই ঘটনা চট্টগ্রামের দ্বীপ উপজেলা সন্দ্বীপের।
গ্রেপ্তারকৃতরা হলেন- বেলায়েত হোসেন বেলু (৭৫) এবং তার দুই ছেলে মাহফুজ (২৫) ও মাসুদ (৩৫)। গত শুক্রবার সন্দ্বীপ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সোলাইমানের নেতৃত্বে চট্টগ্রামের পতেঙ্গা থানা ও চকবাজার থানা এলাকায় অভিযান পরিচালনা করে আসামিদের গ্রেপ্তার করা হয়।
গত ১১ আগস্ট সম্পত্তির জেড়ে গভীর রাতে শফিকুল আলমকে (৭০) কুপিয়ে যখম করে গ্রেপ্তারকৃত আসামীরা। শফিকুলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রথমে উন্নত চিকিৎসার জন্যে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে অবস্থার আরও অবনতি হলে ঢাকা সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
গত ১৯ আগস্ট সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শফিকুল আলম মৃত্যুবরণ করেন। ২৩ আগস্ট সন্দ্বীপ থানায় একটি হত্যা মামলা করা হয়।