ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : একটি যাত্রীবাহী বাসের সাথে ট্রাকের ধাক্কায় ৪ জনের মৃত্যু হয়েছে আর এই ঘটনা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলায়। শুক্রবার (৪ ডিসেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার কুরনি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সায়েদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রংপুর থেকে ছেড়ে আসা সেবা ক্লাসিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস মির্জাপুর উপজেলার কুর্নি এলাকায় বিকল হয়ে পড়ে। পরে মেরামতের জন্য রাস্তার পাশে দাঁড় করানো হয়। সকাল ৭টার দিকে ঢাকাগামী সবজি ভর্তি একটি ট্রাক বাসটিকে ধাক্কা মারে। এতে ঘটনাস্থলেই ৪ জন মারা যান। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।