ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ভ্যাট প্রদানকারী হিসেবে জাতীয় পর্যায়ে ৯টি ও জেলা পর্যায়ের ১৩১টি প্রতিষ্ঠানকে নির্বাচিত করা হয়েছে এবং চলতি বছরের সর্বোচ্চ ও দীর্ঘমেয়াদি ভ্যাট প্রদানকারী এসব প্রতিষ্ঠানকে ক্রেস্ট ও সম্মাননা প্রদান করা হবে।
গত ৩০ নভেম্বর জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দ্বিতীয় সচিব (মূসক-প্রশিক্ষণ ও পুরস্কার) ইসরাত জাহান রুমার স্বাক্ষরিত এক পৃথক প্রজ্ঞাপনে শীর্ষ ও দীর্ঘ সময়ের ভ্যাট প্রদানকারী প্রতিষ্ঠানের নামের তালিকা উল্লেখ করা হয়েছে।
জাতীয় পর্যায়ে সম্মাননা পাচ্ছে : উৎপাদন, ব্যবসা ও সেবা এই তিন খাতে জাতীয় পর্যায়ে এই সম্মাননা পেয়েছে ৯টি প্রতিষ্ঠান। উৎপাদন খাতে পপুলার ফার্মাসিউটিক্যালস, বার্জার পেইন্টস বাংলাদেশ ও ফেয়ার ইলেকট্রনিকস এই পুরস্কার পেয়েছে। ব্যবসা খাতে এই পুরস্কার পেয়েছে হ্যামকো করপোরেশন, সিমেন্স বাংলাদেশ ও ইউনিমার্ট। সেবা খাতে সামিট কমিউনিকেশনস, কাতার এয়ারওয়েজ গ্রুপ ও চিটাগাং ওয়্যারহাউজেস এই পুরস্কার পেয়েছে
এবং জেলা পর্যায়ে আরও মোট ১৩১টি প্রতিষ্ঠানকে এ বছর সম্মাননা দেওয়া হচ্ছে।