ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ টুর্নামেন্ট মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ২৪ নভেম্বর দুপুরে শুরু হয়েছে। এই টুর্নামেন্টের প্রথম ম্যাচে মাঠে নেমেছে বেক্সিমকো ঢাকা ও মিনিস্টার গ্রুপ রাজশাহী।
দিনের শুরুতে মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত এই টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে টস জিতেছেন ঢাকার অধিনায়ক মুশফিকুর রহীম। টস জিতে তিনি ব্যাট করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন মিনিস্টার গ্রুপ রাজশাহীর অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে।
৫ দল নিয়ে শুরু হওয়া বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ টুর্নামেন্টের খেলা। প্রথমটি ঢাকা বনাম রাজশাহী এবং দিনের দ্বিতীয় ম্যাচে জেমকন খুলনার বিরুদ্ধে খেলেছে ফরচুন বরিশাল।