বৃহস্পতিবার, ১০ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, সন্ধ্যা ৭:২৩

গ‌্যাস সি‌লিন্ডার বিস্ফোর‌ণে দুইজন নিহত।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : গ‌্যাস সি‌লিন্ডার বিস্ফোর‌ণে দুইজন নিহত এবং অন্তত ১২ জন আহত হ‌য়ে‌ছেন আর এই ঘটনা ভোলার বোরহানউদ্দিনে, শুক্রবার রাত ৯ টার দি‌কে উপ‌জেলার বড় মানিকা ইউনিয়‌নের বাটামারা এলাকায় এই হতাহতের ঘটনা ঘটেছে।
নিহতরা হ‌লেন, বড় মা‌নিকা ৬ নং ওয়ার্ডের বাসিন্দা বাদসু হাওলাদারের ছেলে মো. হাসনাইন (১৮)। অপরজন মো. নিরব (২৩)। নির‌বের বা‌ড়ি ভোলা সদর উপ‌জেলায় জানাগে‌লেও বিস্তা‌রিত জানা যায়‌নি।
আহতরা হ‌লেন, শা‌কিল(২০), ফি‌রোজ আলম (২৭), নান্ন‌ু (২০), সাগর(১৭), লিমন (২০), ইউছুফ (৪০), রা‌সেল (৩৫), বা‌প্পি (২০) তাৎক্ষ‌ণিক বা‌কি‌দের নাম জানা যায়ন‌নি।
প্রত‌্যক্ষদর্শী স্থানীয় সংবাদকর্মী মো. নূরনবী জানান, বাটামারা মাহ‌ফি‌লে বেলুন বি‌ক্রির জন‌্য বেলুন বি‌ক্রেতা নিরব মাহ‌ফিল থে‌কে প্রায় আধা কি‌লো‌মিটার দূরে গ‌্যাস সি‌লিন্ডা‌রের মাধ‌্যমে বেলুনে হাওয়া দিচ্ছিলেন। হঠাৎ গ‌্যাস সি‌লিন্ডার বিস্ফোরণ হ‌লে, ঘটনাস্থ‌লইে‌ নিরব ও হাসনাইন মারা যান।
আহত‌দের স্থানীয়রা উদ্ধার ক‌রে বোরহানউদ্দিন হাসপাতা‌লে ভ‌র্তি ক‌রেছেন।
বোরহানউদ্দিন উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা সাইফুর রহমান এবং ওসি মাজাহারুল আমিন জানান, নিহত হাসনাইনের লাশ তার প‌রিবা‌রের কা‌ছে হস্তান্তর করা হ‌য়ে‌ছে আর নির‌বের লাশ ভোলা ম‌র্গে প্রের‌ণের জন‌্য প্রস্তু‌তি নেয়া হ‌চ্ছে।
উপ‌জেলা নির্বা‌হী কর্মকর্তা আরও জানান, তারা ঘটনাস্থলে রয়েছেন। জেলা প্রশ‌াসকের পক্ষ থে‌কে নিহতদের প‌রিবার‌কে ১০ হাজার টাকা ক‌রে অনুদান দি‌য়ে‌ছেন এবং আহত‌দের চি‌কিৎসার সব ব‌্যবস্থা ক‌রে‌ছেন।