মঙ্গলবার, ১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, সকাল ৬:০৫

যাত্রীবাহি লঞ্চে ডাকাতি।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বৃহস্পতিবার রাতে মুন্সিগঞ্জের গজারিয়া এলাকায় এমভি মকবুল-২ নামের যাত্রীবাহি লঞ্চে মেঘনা নদীতে ডাকাতি হয়েছে। তবে এই ঘটনায় কেউ হতাহত বা আটক হয়নি।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত ৯টায় এমভি মকবুল-২ লঞ্চটি দু’শতাধিক যাত্রী নিয়ে নারায়ণগঞ্জ থেকে চাঁদপুরের ষাটনলের উদ্দেশে ছেড়ে আসে। লঞ্চটি মুন্সিগঞ্জের গজারিয়া এলাকায় মেঘনা নদী অতিক্রমকালে কয়েকটি স্পিডবোটযোগে ২০ জনের একদল ডাকাত লঞ্চে এসে উঠে। এই সময় তারা অস্ত্র দিয়ে লঞ্চে থাকা যাত্রীদের ভয়-ভীতি দেখায়। ডাকাত দল লঞ্চের যাত্রীদের কাছ থেকে কয়েক লক্ষাধিক নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল সেট ছিনিয়ে নিয়ে যায়।
খবর পেয়ে চাঁদপুরের মতলব উত্তর থানা ও মুন্সিগঞ্জের গজারিয়া থানা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। ডাকাতির ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।