বৃহস্পতিবার, ১০ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, সন্ধ্যা ৭:৫৫

মাদরাসা ছাত্রীর আত্মহত্যা।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : জানা গেছে, তানজিনা নামের এক মাদরাসা ছাত্রী লামাসানিয়া দাখিল মাদরাসার ৯ম শ্রেণির ছাত্রী এবং মঙ্গলবার (০৩ নভেম্বর) রাতে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে,
এই ঘটনা সুনামগঞ্জের দোয়ারা বাজারে তানজিনা আক্তার (১৫) নামের এক মাদরাসা ছাত্রীর। তানজিনা আক্তার দোয়ারা বাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের সানিয়া গ্রামের মানিক মিয়ার মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তানজিনা রাতে নিজের ঘরে ঘুমানোর কথা বলে দরজা লাগিয়ে ঘরের আঁড়ার সঙ্গে রশি পেঁচিয়ে আত্মহত্যা করে।
পরে রাতে খাবার জন্য তার পরিবারের লোকজন ডাকতে গেলে তার কোনো শব্দ না পেয়ে দরজা ভেঙে দেখে সে
আঁড়ার সাথে ঝুলে আছে। তবে কি কারণে আত্মহত্যা করেছে তা এখনও জানা যায়নি।
দোয়ারা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজির আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ময়নাতদন্তের জন্য লাশটি উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে।