বুধবার, ৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, বিকাল ৪:৫৪

১৪৪ ধারা জারি।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : আজ মঙ্গলবার বেলা ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১৪৪ ধারা বহাল থাকবে নড়াইলের কালিয়া উপজেলার পৌর এলাকায় এবং এই ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। এ সময়ে পৌর এলাকায় জনসভা কিংবা সমাবেশ করা ও আগ্নেয়াস্ত্র বহন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
জানা গেছে, সম্প্রতি কালিয়া উপজেলা এবং পৌর ছাত্রলীগের কমিটি গঠন নিয়ে নেতা-কর্মীদের মধ্যে মতপার্থক্য দেখা দেয়। দ্বিধাবিভক্ত নেতা-কর্মীরা পৃথকভাবে দুটি উপজেলা এবং পৌর কমিটি গঠন করে।
আজ মঙ্গলবার বেলা ১১টায় উভয় অংশের নেতা-কর্মীরা উপজেলা শহরে একই সময়ে সভা-সমাবেশের ডাক দেয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় কালিয়া পৌরসভা এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়।
গত ২২ অক্টোবর এফ এম সোহাগকে সভাপতি ও রাইসুল ইসলাম পান্নুকে সাধারণ সম্পাদক করে ছাত্রলীগের কালিয়া উপজেলা কমিটি এবং এম এম তানভিরুল ইসলামকে সভাপতি এবং প্রশান্ত কুমার দাশকে সাধারণ সম্পাদক করে কালিয়া পৌর কমিটি ঘোষণা করে জেলা ছাত্রলীগ।
২৩ অক্টোবর জেলা ছাত্রলীগ ঘোষিত কমিটিকে প্রত্যাখান করে তা বাতিলে বিক্ষোভ সমাবেশ করেন বিক্ষু্ব্ধ ও পদবঞ্চিত নেতাকর্মীরা। পরে মো. ইয়ামিন বিশ্বাসকে সভাপতি ও মহিবুল ইসলাম অনিককে সাধারণ সম্পাদক করে কালিয়া উপজেলা কমিটি এবং নিয়ামত হোসেন প্রাপ্তকে সভাপতি এবং রাইসুল ইসলাম হৃদয়কে সাধারণ সম্পাদক করে কালিয়া পৌর কমিটি ঘোষণা করেন বিক্ষুব্ধ ও পদবঞ্চিতরা।
জেলা ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার মীম বলেন, কালিয়া উপজেলা ও পৌর ছাত্রলীগের কমিটি বেশ আগেই মেয়াদোত্তীর্ণ হয়েছে। যে কারণে কমিটি বাতিল করে আগামী এক বছরের জন্য কালিয়া উপজেলা কমিটি এবং কালিয়া পৌর কমিটি ঘোষণা করা হয়। ঘোষিত কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।
কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হুদা জানান, এলাকার শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে নির্দিষ্ট সময়ের জন্য সভা-সমাবেশ করা ও আগ্নেয়াস্ত্র বহন নিষিদ্ধ করা হয়েছে।