ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ঢাকা রিপোর্টার্স ইউনিটির ২৫ বছর পূর্তির আনুষ্ঠানে, বর্তমান সরকার নিরপেক্ষ সাংবাদিকতা চায় এই কথা বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখন সবাই স্বাধীন ভাবে সাংবাদিকতা করতে পারছে এবং দলের কেউ হলেও কোন দুর্নীতিবাজ সন্ত্রাসীকে প্রশ্রয় দিচ্ছে না আওয়ামী লীগ। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী বলেন, দেশপ্রেম ও দায়িত্ব শীলতা নিয়ে সবাইকে সাংবাদিকতা করতে হবে। দেশের কল্যাণে হলুদ সাংবাদিকতা কাম্য নয়। দেশের সাংবাদিকতা পেশাকে বৈশ্বিক মানে পৌঁছাতে ট্রেনিংসহ তার সরকার বিভিন্ন ব্যবস্থা করছে। মামলা হলেই যেন সাংবাদিকদের হয়রানির শিকার না হতে হয় সে ব্যবস্থা করা হয়েছে বলেও জানান মাননীয় প্রধানমন্ত্রী।
ঢাকায় কর্মরত পেশার দার সাংবাদিকদের শীর্ষ সংগঠন ডিআরই্উ এর রজতজয়ন্তীর অনুষ্ঠানের মূল আয়োজন হয় হোটেল কন্টিনেন্টালে। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন মাননীয় প্রধানমন্ত্রী। আলোচনায় তিনি বলেন বাংলাদেশকে একটা মর্যাদাশীল জায়গায় পৌছাতে কাজ করছে তারা এবং বাংলাদেশ এখন বিশ্বের রোল মডেল।