শুক্রবার, ১৩ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, বিকাল ৪:০৬

মা ও শিশু সহায়তা কর্মসূচি বরিশালের গৌরনদীতে।

ডেইলি ক্রাইম বার্তা : দিনব্যাপী মা ও শিশু সহায়তা কর্মসূচির বাস্তবায়নে নির্দেশিকা বিষয়ক প্রশিক্ষণ হয়েছে বরিশালের গৌরনদী উপজেলায়। গতকাল মঙ্গলবার বরিশালের গৌরনদীতে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে এ প্রশিক্ষণ এবং উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার জনাবা, রিফাত আরা মৌরি। মা ও শিশু সহায়তা কর্মসূচির বাস্তবায়নে প্রশিক্ষণের অনলাইনে সভাপতিত্ব করেন মহিলা বিষয়ক অধিদপ্তর বরিশালের উপপরিচালক মেহেরুন নাহার মুন্নি। প্রশিক্ষণের কোর্স কোঅর্ডিনেটর ছিলেন গৌরনদী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীন। প্রশিক্ষণে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইশতিয়াক ইবনে বাহার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ প্লাবন হালদার, শিক্ষা অফিসার তাসলিমা বেগম, সমাজ সেবা অফিসার সাধন বল। উপজেলা মা ও শিশু সহায়তা কর্মসূচির বাস্তবায়নে নির্দেশিকা -২০২৪ বিষয়ক উপজেলা কমিটির প্রশিক্ষণার্থীরা প্রশিক্ষণ গ্রহণ করেন।
“এ. এস. মামুন সংবাদদাতা গৌরনদী (বরিশাল)”