শুক্রবার, ১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, রাত ৩:৪৪

অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হলো।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : তিনটি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়েছে চাঁদপুরের ফরিদগঞ্জে। জেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর, পুলিশ ও সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর সহযোগী নিয়ে এই অভিযান চালানো হয়।
অভিযানে অংশ নেওয়া জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব, আসাদুজ্জামান সরকার জানান, হাইকোর্টের আদেশ এবং জেলা প্রশাসকের নির্দেশনা মোতাবেক ৩টি ইটভাটা ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে।
অভিযানের সময় সেনাবাহিনী, পুলিশ, জেলা প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তরের লোকজন উপস্থিত ছিলেন, আর ওই অভিযানে নেতৃত্ব দেন চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব, মোহাম্মদ জাকারিয়া।