ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ছয় লেন সড়ক ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত, বৃহত্তর দক্ষিণাঞ্চলের অতি গুরুত্বপূর্ণ প্রকল্পগুলো বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে বরিশাল নগরীতে মানববন্ধন করা হয়েছে।
গতকাল রবিবার বরিশাল নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে মানববন্ধন করেন গণঅধিকার পরিষদ বরিশাল জেলা ও মহানগর শাখা।
গণঅধিকার পরিষদ বরিশাল মহানগরের সভাপতি গোলাম কিবরিয়া সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (বরিশাল) রফিকুল ইসলাম রাসেল।
গণঅধিকার পরিষদ বরিশাল মহানগরের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন তালুকদারের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন মহানগর ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রোকনুজ্জামান, জেলার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমরান সিকদার, মহানগর শ্রমিক অধিকার পরিষদের ইলিয়াস ফরাজিসহ প্রমুখ।