ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পুলিশ জানায়, চাঁপাইনবাগঞ্জ থেকে চট্টগ্রাম যাচ্ছিল যাত্রীবাহি একটি বাস। ফেনীর ফতেহপুর রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় বাসের তিন যাত্রীর মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন অন্তত ১৫ জন। ভোররাতে গেট নামানো না থাকায় গাড়িটি ফতেহপুর রেলক্রসিংয়ে উঠে পড়ে।
সেসময় চলে আসে ঢাকা থেকে চট্টগ্রামমুখী একটি লোকাল ট্রেন। একপর্যায়ে বাসকে ধাক্কা দিয়ে ঠেলতে ঠেলতে নিয়ে যায় কিছুদূর। এতে দুমড়ে মুচড়ে যায় গাড়িটি। পরে ঘটনাস্থল থেকে তিন যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। সরিয়ে নেয়া হয় দুর্ঘটনাকবলিত গাড়িটি। আহতদের ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর থেকে পলাতক গেটম্যান।