শনিবার, ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, রাত ৪:১৪

সচেতনতামূলক সভা বাল্যবিবাহ রোধে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : শিক্ষার্থীদের নিয়ে বাল্যবিবাহ প্রতিরোধে পিরোজপুরের নাজিরপুরে এক সচেতনতামূলক সভার আয়োজন করেছে বসুন্ধরা শুভসংঘ উপজেলা শাখা। গতকাল রবিবার (০৮ ডিসেম্বর) উপজেলার পঞ্চগ্রাম সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয় চত্বরে এই সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।
সভায় উথান মন্ডল এর সভাপতিত্বে ও শুভসংঘের মশিউর রহমানের সঞ্চালনায় বক্তব্য দেন কালের কন্ঠের উপজেলা প্রতিনিধি ও নাজিরপুর বসুন্ধরা শুভসংঘের উপদেষ্টা অহিদুজ্জামান, পঞ্চগ্রাম সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অধীর রঞ্জন সমাদ্দার, শিক্ষক নিহার রঞ্জন মজুমদার, তাপস মিস্ত্রি, বুলু সমাদ্দার, গৌরী রানী দাস ও শুভ সংঘের পক্ষে থেকে নিয়াজ মোর্শেদ, মেহেদী সরদার, শিক্ষার্থীদের মধ্যে তনুশ্রী মন্ডল, অঙ্কিতা রায়, মিলি আক্তার প্রমূখ।