শুক্রবার, ১৩ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, বিকাল ৪:০১

বিমানের সরাসরি ফ্লাইট সিলেট-লন্ডন রুটে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : রবিবার সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে একটি সংবাদ সম্মেলনের কথা রয়েছে। চলতি বছর সিলেট থেকে লন্ডনে সরাসরি ফ্লাইট পরিচালনা করতে প্রস্তুত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। খবর ইউএনবি’র।
শুক্রবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এক বিজ্ঞপ্তিতে জানায়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলীর সভাপতিত্বে সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন উপস্থিত থাকবেন।
এছাড়া প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমেদ ও বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এম মফিদুর রহমান উপস্থিত থাকবেন বলে জানানো হয়।