ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পুকুরের পানিতে ডুবে গাজীপুরে রিফাত নামে (৮) এক শিশুর মৃত্যু হয়েছে।
নিহত রিফাত গাজীপুরের সদর উপজেলার ভাওয়াল গড় ইউনিয়নের নলজানী গ্রামের বিল্লাল হোসেনের ছেলে। তার বাবা সৌদি প্রবাসী। রিফাত স্থানীয় একটি হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থী ছিল।
জয়দেবপুর থানার ওসি জনাব, মো. আব্দুল হালিম বলেন, পানিতে ডুবে শিশু মৃত্যুর ঘটনা থানায় কেউ জানায়নি এবং খোঁজ খবর নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।