বৃহস্পতিবার, ১০ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, সন্ধ্যা ৭:০৫

ডেঙ্গুর ভয়ানক প্রকোপ।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ডেঙ্গুর ভয়াবহতা বেড়েছে কক্সবাজারে। গত তিন মাস ধরে এ রোগের বিস্তার কেবল বেড়েই চলেছে। চলতি মাসের এ সময় পর্যন্ত কক্সবাজার জেলায় ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে প্রায় সাড়ে ৬ হাজার জনে। এর মধ্যে রোহিঙ্গা রোগীর সংখ্যা ৩ হাজার ৫৮৫ জন এবং স্থানীয় রোগী প্রায় ৩ হাজার জন। এ পর্যন্ত পাঁচ জনের মৃত্যু হয়েছে, আর মারা যাওয়া সবাই রোহিঙ্গা নাগরিক।
কক্সবাজার জেলা সদর হাসপাতাল সূত্র মতে, চলতি সেপ্টেম্বর মাসে বুধবার (১৮ সেপ্টেম্বর) পর্যন্ত কক্সবাজার সদর হাসপাতালে ডেঙ্গু রোগ নিয়ে চিকিৎসা নিয়েছেন ৫১১ জন। এদের মধ্যে ২৮০ জন পুরুষ (শিশু ৩৯ জন) আর ২৩১ জন নারী (২৮ শিশু)। আর ১৮ সেপ্টেম্বর ১০ শিশুসহ ৬৮ জন ডেঙ্গু রোগী কক্সবাজার সদর হাসপাতালে অবস্থান করছেন। এদের মধ্যে গত মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) ভর্তি হয়েছেন ৩৯ জন। যাদের মধ্যে সাত জনই শিশু এবং তিন জন রোহিঙ্গাও রয়েছে। তাই সবাইকে সচেতন হতে হবে।