ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : সাম্প্রতিককালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত কুমিল্লা ও ফেনী জেলায় ৪০০ কৃষকের মাঝে বিনামূল্যে আমন ধানের চারা বিতরণ করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল জনাব, আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।
শনিবার দুই জেলার কৃষকদের মাঝে ধানের চারা বিতরণ করেন তিনি। চারা সংগ্রহের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন কুমিল্লা রেঞ্জ কমান্ডার পরিচালক জনাব, আশীষ কুমার ভট্টাচার্য। বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার অপেক্ষাকৃত নিম্নআয়ের কৃষকদের দুর্দশা দূরীকরণে এ চারা বিতরণ পদক্ষেপ আসন্ন আমন মৌসুমে কিছুটা হলেও স্বস্তির পরিবেশ তৈরি করবে।