বৃহস্পতিবার, ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, সকাল ৭:২০

রাজনৈতিক বিজ্ঞাপন নিষিদ্ধ গুগলে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : দ্য ভার্জ জানিয়েছে, বিজ্ঞাপনদাতাদের মেইল পাঠিয়ে এ বিষয়ে অবগত করেছে মার্কিন প্রযুক্তি কোম্পানিটি। মার্কিন নির্বাচনের পরদিন থেকে ফলাফল ঘোষণার আগ পর্যন্ত সব ধরনের রাজনৈতিক বিজ্ঞাপন নিষিদ্ধের ঘোষণা দিয়েছে গুগল।
যুক্তরাষ্ট্রে নির্বাচন শুরু হওয়ার পর থেকে ফলাফল নিয়ে অনেক গুজব ছড়ায়। সেই গুজব ঠেকাতে গুগল এই ব্যবস্থা নিচ্ছে।
বিজ্ঞাপনদাতাদের কাছে পাঠানো মেইলে গুগল লিখেছে, নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট কোনো কনটেন্ট নির্বাচনের পরদিন থেকে অনুমতি দেয়া হবে না।
গুগলের আগে ফেইসবুক থেকে জানানো হয়, জয়ের ব্যাপারে যেসব বিজ্ঞাপনে মন্তব্য করা হবে তা বন্ধ থাকবে।
অন্যদিকে টুইটার আগেই জানিয়েছে, অক্টোবর থেকে তারা রাজনৈতিক বিজ্ঞাপন নিষিদ্ধ করবে।
আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা।
গুগল জানিয়েছে, তাদের মালিকানাধীন ইউটিউবের জন্যও এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
যুক্তরাষ্ট্রে ডিজিটাল বিজ্ঞাপনের প্রায় এক তৃতীয়াংশ গুগলের দখলে। ২০১৮ সালের মে থেকে তারা ৪ লাখ ৪৯ হাজার ৩২৬টি রাজনৈতিক বিজ্ঞাপন প্রচার করেছে। এ থেকে তাদের আয় হয়েছে ৪৩২ ডলার মিলিয়ন।