শনিবার, ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, রাত ৯:১০

পাহাড় ধসে দুইজন নিহত।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পৃথক পাহাড় ধসে কক্সবাজারে গৃহবধূসহ দুইজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোরে কক্সবাজার পৌর শহরের ৬ ও ৭ নং ওয়ার্ডে এ পাহাড় ধসের ঘটনা ঘটে।
জানা গেছে, শহরের ৬নং ওয়ার্ডের পূর্ব পল্যান কাটা এলাকায় বসতঘরে পাহাড়ধসে স্থানীয় মোহাম্মদ করিমের স্ত্রী জমিলা বেগম (৩০) নিহত হয়েছেন৷
অন্যদিকে শহরের ৭নং ওয়ার্ডের সিকদার বাজার এলাকায় মাটির দেওয়াল চাপা পড়ে মৃত্যু হয় সাইফুলের ছেলে মো. হাসান (১০)।
ঘটনার পর পাহাড়ধস এলাকা পরিদর্শন করেছেন কক্সবাজার ফায়ার সার্ভিস।
পাহাড় ধসে দুইজন নিহতের খবর নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার ওসি জনাব, রাকিবুজ্জামান।