ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পুকুরে ডুবে মোহাম্মদ আবরার (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছডা এলাকায়। সোমবার দুপুরের দিকে এই ঘটনা ঘটে। নিহত আবরার পশ্চিম চাঁপাছড়ি ছমদ আলী চৌধুরী বাড়ির প্রবাসী নুরুল আবছারের সন্তান। সে বাহারছডা কিন্ডার গার্ডেনের শিক্ষার্থী ছিলো।
বাহারছডা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ ইউনুস জানান, দুপুরে আবরার বাড়ির পাশে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে যায়। কিছুক্ষণ পর পরিবারের লোকজন ভাসমান অবস্থায় দেখতে পেয়ে তাকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।