ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : কানাডায় গত ২৪ ঘণ্টায় একজনও মারা যায়নি কভিডে। প্রায় ছয় মাস পর করোনায় একটি মৃত্যুহীন দিন দেখল কানাডা।
১৫ মার্চের পর এই প্রথম করোনায় একটি মৃত্যুহীন দিন দেখল কানাডা। কানাডায় এখন পর্যন্ত করোনায় মারা গেছেন ৯ হাজার ১৬৩ এবং আক্রান্ত হয়েছে এক লাখ ৩৫ হাজার ৬২৬ জন। খবর বিবিসির
ভারতে টানা এক মাস প্রতিদিনই বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি রোগী শনাক্ত হচ্ছে। জানুয়ারিতে প্রথম আক্রান্ত ব্যক্তির খোঁজ পাওয়ার পর থেকে শনিবার পর্যন্ত ভারতে মোট ৪৬ লাখ ৫৯ হাজারের বেশি রোগী শনাক্ত হলো।
ইসরায়েলজুড়ে আবার দ্বিতীয় দফা লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। কোনো উন্নত দেশে এই প্রথম দ্বিতীয় দফায় লকডাউন করা হচ্ছে। গত বৃহস্পতিবার মন্ত্রিসভা এ প্রস্তাব অনুমোদন করেছে।
এর ফলে আগামী দুই সপ্তাহ দেশটির স্কুল, রেস্তোরাঁ, মার্কেটসহ অনেক কিছু বন্ধ থাকবে। গত মে মাসে ইসরায়েল লকডাউন প্রত্যাহার করলে সংক্রমণ ও মৃত্যু কয়েক গুণ বেড়ে যায়।
সংযুক্ত আরব আমিরাতে শনিবার আরও এক হাজার সাতজন করোনা রোগী শনাক্ত হয়েছে। এটাই এক দিনে দেশটিতে সর্বোচ্চ সংক্রমণ। করোনার ধাক্কায় যুক্তরাষ্ট্রে গত ১১ মাসে বাজেট ঘাটতি সর্বকালের রেকর্ড ভেঙে তিন লাখ কোটি ডলারে পৌঁছেছে। সেপ্টেম্বরের ৩০ তারিখে সমাপ্য অর্থবছরে দেশটির বাজেট ঘাটতি তিন লাখ ৩০ হাজার কোটি ডলারে পৌঁছাবে বলে পূর্বাভাস দিয়েছে কর্তৃপক্ষ।