শনিবার, ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, রাত ৮:৫৬

বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : নিজ ঘরের বৈদ্যুতিক পাখা লাগাতে গিয়ে জয়পুরহাটের কালাইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোফিদুল ইসলাম নামের এক যুবকের মৃত্যু হয়েছে এবং শুক্রবার এ দুর্ঘটনা ঘটে।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, ওয়াসিম আল বারী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মোফিদুল কালাই উপজেলার উদয়পুর ইউনিয়নের কাশিপুর গ্রামের মৃত ওয়াহেদ আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানায়, মোফিদুল নিজেই নিজ ঘরের বৈদ্যুতিক পাখা লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।