ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বুদ্ধিপ্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে, আর এ ঘটনা সাতক্ষীরার কালীগঞ্জে। সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় ওই কিশোরীকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কালীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক প্রদীপ কুমার সানা জানান, বুদ্ধিপ্রতিবন্ধী মেয়েটি বাবার সঙ্গে থানায় এসেছিল। ধর্ষণের কথা শুনে তাকে হাসপাতালে ভর্তির পরামর্শ দেওয়া হয়। বুধবার সন্ধ্যা পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।
অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।