ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : তিন দিন হালকা থেকে মাঝারি কুয়াশা ও শৈত্যপ্রবাহ থাকতে পারে দেশের বিভিন্ন এলাকায় এবং আগামী বুধবার (৩১ জানুয়ারি) থেকে হালকা ও মাঝারি বৃষ্টি হতে পারে।
শনিবার আবহাওয়া অধিদপ্তর এমন পূর্বাভাস দিয়েছে। আজ রবিবার রাত থেকে শৈত্যপ্রবাহপ্রবণ এলাকা ক্রমান্বয়ে কমতে পারে বলে জানিয়েছে দপ্তর।
আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বলেন, ৩১ জানুয়ারি দেশের বেশির ভাগ স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত শুরু হতে পারে, যা আগামী ১ ফেব্রুয়ারি পর্যন্ত চলতে পারে। তবে ২ ফেব্রুয়ারি থেকে উত্তর–পূর্বাঞ্চলে আরও কয়েক দিন বৃষ্টি হতে পারে।