ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ঢাকা রাজধানীর বেশির ভাগ ফুটপাতেই রাত্রিযাপন করে অসহায়, ছিন্নমূল পথশিশুরা ও বিভিন্ন অসহায় লোকজন। গ্রীষ্মকালে ফুটপাতে ঘুমানো তাদের জন্য কিছুটা সহজ হলেও শীতের সময় বেশ কষ্টকর। রোগ-বালাইয়ের ভয়তো আছেই। সামান্য রাত বাড়তেই ঢাকা রাজধানীর মৎস্যভবন থেকে কাকরাইল তাবলীগ জামাতের মসজিদ পর্যন্ত রাস্তার দুই পাশের ফুটপাত, পল্টন এলাকার বিভিন্ন অলিগলি সড়কের পাশে, বঙ্গবন্ধু স্টেডিয়ামের চারপাশে রাত্রিযাপনের প্রস্তুতি নেয় শীতার্ত অসহায় মানুষেরা।
এমন শীতার্ত অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সেভ দ্য সোসাইটি অ্যান্ড থান্ডারস্টর্ম অ্যাওয়ারনেস ফোরাম (এসএসটিএফ)।
মধ্যরাতে দেখা যায়, সংগঠনটির নেতারা মৎস্য ভবন এলাকায় ঘুমিয়ে থাকা অসহায় পথশিশু ও দুস্থদের মাঝে কম্বল বিতরণ করছেন। ছিন্নমূল অসহায় এসব মানুষেরা একটি করে কম্বল পেয়েই যেন খুশিতে আত্মহারা। একেকজনের চোখ-মুখ দেখে মনে হচ্ছিল যেন তাদের দীর্ঘদিনের কষ্ট লাঘব হলো।