মঙ্গলবার, ১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, সকাল ৬:০২

কয়েকজন দগ্ধ অগ্নিকাণ্ডে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : একটি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শিশুসহ ছয় জন দগ্ধ হয়েছেন। তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে সিদ্ধিরগঞ্জের বার্মাস্ট্যান্ড বাগপাড়া এলাকার একটি টিনশেড বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন, সুখী আক্তার (৩২), তার মেয়ে সাদিয়া আক্তার (১১), বোন জান্নাতি আক্তার (১৬), ভাই আরিফ হাওলাদার (২১), ফুফাতো বোন রহিমা আক্তার (৩৫) ও রহিমার মেয়ে ঋতু আক্তার (১৪)।
রনি হাওলাদার নামে তাদের এক আত্মীয় জানান,
কি থেকে আগুন লেগেছে তা স্পষ্টভাবে কেউ বলতে পারেনি। তবে ধারণা করছেন, গ্যাস অথবা মশার কয়েল থেকে এই আগুনের সূত্রপাত।
বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম জানান, রহিমাকে আইসিইউতে রাখা হয়েছে। বাকিদের বিভিন্ন ওয়ার্ডে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। রহিমার অবস্থা আশংকাজনক।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, আবু বকর সিদ্দিক জানান, সংবাদ পেয়েছি এবং ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।