বৃহস্পতিবার, ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, সকাল ৮:১২

সন্ত্রাসী হামলায় কলম্বিয়ায় নিহত ১৭।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : আলাদা তিনটি স্থানে সংঘর্ষ ঘটে কলম্বিয়ায়। এরইমধ্যে নারিনো ও কাউকা প্রদেশে আলাদা সহিংসতায় মৃত্যু হয়েছে ১২ জনের।
কলম্বিয়ায় সন্ত্রাসী গোষ্ঠি, মাদক চোরাকারবারি ও সাবেক ফার্ক গেরিলাদের মধ্যে সংঘর্ষে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে। অপর পাঁচজন মারা গেছেন আরাউকা প্রদেশের সহিংসতায়। তবে নিহতরা কোন সংগঠন বা গোষ্ঠীর সে পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় শোক প্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট ইভান ডুক। মাদক পাচার নিয়ে দেশটিতে কয়েক দশক ধরে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে চলা সংঘর্ষে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছে ২ লাখ ৬০ হাজারেরও বেশি মানুষ। গেল সপ্তাহেও নারিনো প্রদেশে সংঘর্ষে ৮ জন নিহত হয়েছে।