ডেইলি ক্রাইম বার্তা : ৪১তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত ৮ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছেন নেত্রকোনার পূর্বধলা উপজেলায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব, শেখ জাহিদ হাসান প্রিন্স।
উপজেলা নির্বাহী কর্মকর্তার নিজ কার্যালয়ে পূর্বধলা উপজেলার ঐ কৃতী সন্তানদের ফুলের শুভেচ্ছা জানিয়ে এ সংবর্ধনা দেওয়া হয়।
উপজেলার আট কৃতি সন্তান – বিসিএস সাধারণ শিক্ষা (পদার্থ বিজ্ঞান), মৎস্য ক্যাডারে (উপজেলা মৎস্য কর্মকর্তা),প্রশাসন ক্যাডারে,(সহকারী কমিশনার),পুলিশ ক্যাডারে (সহকারী পুলিশ সুপার), প্রাণিসম্পদ ক্যাডারে (ভেটেরিনারি সার্জন), কৃষি ক্যাডারে (বৈজ্ঞানিক কর্মকর্তা) ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন।
ইউএনওর সংবর্ধনা পেয়ে উৎফুল্ল বিসিএস সুপারিশপ্রাপ্তরা।
নিজেদের সবটুকু উজাড় করে দিয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করার প্রত্যয় নিয়ে সবার দোয়া ও আর্শিবাদ কামনা করেন এবং একাডেমিক লেখাপড়ার পাশাপাশি নতুন প্রজন্মের শিক্ষার্থীদের সাধারণ জ্ঞান ও বৈশ্বিক জ্ঞান অর্জনের তাগিদ দেন এ মেধাবীরা।
সংবর্ধনা প্রদান বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব, শেখ জাহিদ হাসান প্রিন্স বলেন, দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে জনসেবায় নিজেদের নিয়োজিত করার ব্রত নিয়ে সামনে এগিয়ে যাক তাঁরা এবং স্মার্ট বাংলাদেশ গঠনে তাদের উদ্বুদ্ধ করণ ও নতুন প্রজন্মকে উৎসাহিত করতেই এ সংবর্ধনা প্রদান।
“মেহেদী হাসান সংবাদদাতা নেত্রকোনা”