ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : তিন বন্ধু মিলে সাঁতার কাটতে গিয়ে গাজীপুর মহানগরীর পূবাইলে বালু নদীতে ডুবে শুভ মিয়া (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
শুক্রবার মেট্রোপলিটন থানার ছিকলিয়া-উদুর এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে রাত ১০টার দিকে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দল প্রায় ২ ঘণ্টার চেষ্টায় নিহতের লাশ উদ্ধার করে।
নিহত শুভ মিয়া পূবাইল থানার ৪১নং ওয়ার্ডের সাতানিপাড়া এলাকার মো. খোকন মিয়ার ছেলে। সে স্থানীয় একটি গ্যারেজে কাজ করত।
পূবাইল থানার উপপরিদর্শক (এসআই) রাশেদুর রহমান বলেন, পরিবারের কোনো আপত্তি বা অভিযোগ না থাকায় লাশ আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।