ডেইলি ক্রাইম বার্তা : পৌর মেয়র জনাব, সাইফুল ইসলাম (সাইফ) এর অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে নেত্রকোনার মদনে রাতে আঁধারে চলছে বর্জ্য ব্যবস্থাপনার কাজ।
৫ জুলাই বুধবার রাত ১১টার দিকে তিনি এ কাজ চালিয়েছেন। উপজেলা খাদ্য গুদামের সামনে বড় একটি বর্জ্য স্তূপ যা, দীর্ঘ ১০ থেকে ১৫ বছরের জমানো এই বর্জ্য স্তুপ।
জনগণ রাস্তাতে চলাচলের সময় দুর্গন্ধ যাতে না ছড়ায় সেদিকে খেয়াল রেখে তিনি রাতের আঁধারে বর্জ্য ব্যবস্থাপনার কাজ চালিয়েছেন।
এতে করে পৌরসভার খাদ্য গুদামের আশপাশের বিভিন্ন ব্যবসায়ী জন সাধারণের প্রশংসার দাবিদার তিনি।
পৌর সদরের ৭ নং ওয়ার্ডের দীর্ঘদিনের এই বর্জ্য স্তুপ ইতিপূর্বে কখনো পরিষ্কার হয়নি বলে জানান অনেকেই।
এ বিষয়ে পৌর মেয়র জনাব, সাইফুল ইসলাম সাইফ তিনি বলেন, সরকারি খাদ্য গুদামের সামনে দীর্ঘ ১০ থেকে ১৫ বছর পূর্বের জমানো বর্জ্য জনগণের দৃষ্টিগোচর হয়। পৌর বাসীর সুবিধার্থে এই উদ্যোগটি আমি গ্রহণ করি।
“মেহেদী হাসান সংবাদদাতা নেত্রকোনা”