সোমবার, ১৪ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, রাত ৮:৩২

বজ্রপাতে আহত নারীরা হাসপাতালে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বজ্রপাতে আটজন নারী আহত হয়েছেন রাজবাড়ীর পাংশায়। তাদের পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। রোববার (২ জুলাই) সন্ধ্যায় উপজেলার বিভিন্ন এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন পাংশা পৌরসভার মৌকুড়ী এলাকার আক্কাস আলীর স্ত্রী বিলকিস (৩৬), হেলালের স্ত্রী নাসিমা (৩৫), পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের চরপাড়া আগ্রামের মতিন মণ্ডলের স্ত্রী আকলিমা (৪০), চরঝিকড়ী গ্রামের আকিদুলের স্ত্রী আকলিমা (৪২), সোনাইয়ের স্ত্রী রিনা (৪৫), মৌরাট ইউনিয়নের দড়িচৌবাড়ীয়া গ্রামের আজাদের স্ত্রী শিপ্রা (৩০), নিজাম মৃধার স্ত্রী হাছিনা বেগম (৫০) এবং বাহাদুরপুর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের আজিজের স্ত্রী নাসরিন (২৯)।
পাংশা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রতন কুমার জানান, আহতরা চিকিৎসা শেষে বাড়ি ফিরে যেতে পারবেন।