ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : সোমবার (২৬ জুন) সকালে শেরপুরের নকলায় শিয়ালের জন্য করা ফাঁদে বিদ্যুতাড়িত হয়ে আব্দুর রফিজ (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
মৃত আব্দুর রফিজ (৫৫) নকলা পৌরসভার চরকৈয়া এলাকার কৃষক মৃত ইমান আলীর ছেলে।
স্থানীয়রা জানায়, আব্দুর রফিজ জিআই তারে বিদ্যুৎ সংযোগ দিয়ে নিজের শসা ক্ষেতের চারদিকে শিয়াল মারার ফাঁদ তৈরি করে রেখে ছিল। সোমবার ভোরে সেখানে কোদাল দিয়ে বীজ তলার ড্রেন নির্মাণ করার সময় পা পিছলে জিআই তারের ওপর পড়ে গেলে তড়িতাহত হয়ে ঘটনাস্থলেই মারা যান।
নকলা থানা ওসি জনাব, রিয়াদ মাহমুদ জানান, খবর পেয়ে কৃষকের মৃত্যুর ঘটনায় লাশ সুরতহাল প্রস্তুত করে দাফনের অনুমতি দেওয়া হয়েছে।